উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টসের যৌথ আয়োজনে গত শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডঃ মোহাম্মদ আব্দুল্লাহ। জুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কানাডা থেকে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী, উদীচীর উপদেষ্টা ও উদীচী স্কুলের বাংলা বিভাগের প্রধান বেলাল বেগ। এছাড়া উদীচী যুক্তরাষ্ট্রের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
সভাপতি ডঃ মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে স্বাধীনতার সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে উপস্থিত সবাইকে স্বাগত জানান। নতুন প্রজন্মের পক্ষে উদিতা তন্বী সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর পরেই পল্লীকবি জসীম উদ্দীনের কবিতা আবৃত্তি করে উদীচী স্কুলের ছাত্র প্রমিত মহান আচার্য্য। জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানের ভাবার্থ নিয়ে নিজের লেখা ও সুরে জীবন বিশ্বাস পরিবেশন করেন ‘বাংলাদেশ বাংলাদেশ’ গান। এর পরেই একে একে বক্তব্য রাখের বেলাল বেগ, ডঃ নুরুন্নবী এবং কবি আসাদ চৌধুরী।
সাংস্কৃতির পর্বে অংশ নেন প্রতীক মোদক, অনুপল চৌধুরী, অরিক রহমান, তৃষা মণ্ডল, স্মরণিকা চক্রবর্তী, আদিত্য রায়, বাঁধন কর্মকার, নবনীতা চন্দ, দীব্য রায়, দীপ্ত রায়, সংগীতা চক্রবর্তী, জীবন বিশ্বাস।
উদীচী যুক্তরাষ্ট্রের সহ-সাধারণ সম্পাদক মোহিত আচার্য্য এবং সহ-সভাপতি তুষার রায় সংক্ষিপ বক্তব্য রাখেন। সবশেষে মুক্তা ধর ও অনামিকা মজুমদারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। সমাপনী বক্তব্য রাখেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।
বিডি প্রতিদিন/ফারজানা