১৪ এপ্রিল, ২০২১ ১২:৫০

বাংলা বর্ষবরণ উদযাপন করলো বাংলাদেশ ইউরোপিয়ান কালচারাল সিভিল সোসাইটি

হাসান তামিম, ভিয়েনা

বাংলা বর্ষবরণ উদযাপন করলো বাংলাদেশ ইউরোপিয়ান কালচারাল সিভিল সোসাইটি

বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন করলো বাংলাদেশ ইউরোপিয়ান কালচারাল সিভিল সোসাইটি। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবারের বর্ষবরণ অনলাইনে উদযাপন করা হয়েছে। 

শিল্পী সিদ্দিকার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে নাচ, গান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা নববর্ষকে বরন করে নেয় প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। এই অনুষ্ঠানে প্রবাসে নতুন প্রজন্মের ক্ষুদে শিল্পীরাও অংশগ্রহণ করেন। 

বর্ষবরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রভা আলম, প্রজ্ঞা আলম, পুর্ণা আলম, সৃষ্টি ডি রোজারিও, স্পর্শ ডি রোজারিও, সামিহা অর্পা, রাম সাহা, রামিতা সাহা, শিখা খন্দকার, তপন ডি রোজারিও, নাজেম আহমেদ, উজ্জ্বলা রোজারিও, লীনা, রোনাল্ড তপু রিবেরু এবং মোহনলাল জায়গিরদার। সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন উজ্জ্বলা রোজারিও। 

বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে আবৃত্তিকার তপন ডি রোজারিও জানান, প্রতি বছর আমরা বড় পরিসরে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করে থাকি। কিন্তু করোনার মহামারির কারণে সরকার প্রদত্ত নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় এবারের বর্ষবরণ অনলাইনে আয়োজন করা হয়েছে। তবে করোনা মহামারি কাটিয়ে আগামী বছরের বর্ষবরণ বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তপন ডি রোজারিও।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর