১৮ মে, ২০২১ ১৬:০৬

সাংবাদিক রোজিনাকে মুক্তির দাবি সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের

নাইম আবদুল্লাহ

সাংবাদিক রোজিনাকে মুক্তির দাবি সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের

সাংবাদিক রোজিনা ইসলাম। ফাইল ছবি।

সাংবাদিক রোজিনা ইসলামের আটকের নিন্দা ও তার মুক্তির দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আবদুল মতিন এক বিবৃতিতে রোজিনা ইসলামকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকাল সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে (স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে) পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা ন্যাক্কারজনক। পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থেকে রোজিনা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে না নিয়ে থানায় নেওয়া হয় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় উল্টো অভিযোগ এনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এটা অনুসন্ধানী সাংবাদিকতা এবং মুক্ত গণমাধ্যমের প্রতি আক্রোশের প্রতিফলন। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা অন্যায় ও অনভিপ্রেত। সাংবাদিক রোজিনাকে হেনস্তা করার পেছনে দায়ি ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তি ও অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন প্রবাসী সাংবাদিকরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর