অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বায় গতকাল বৃহস্পতিবার সাংবাদিক রোজিনা ইসলামকে নিগ্রহের প্রতিবাদে অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেস ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও মশাল প্রজ্জলনের মাধ্যমে সংবাদকর্মীদের নিরাপত্তা ও ডিজিটাল আইন পরিবর্তনের দাবী জানানো হয়।
অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেস ক্লাবের সভাপতি মো. রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক ইউসুফ টুটুল আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রবাসী সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বাংলাদেশ সরকারের চলমান দূর্নীতি বিরোধী কর্মসূচী আরও জোরদার করার দাবী জানিয়ে বলেন, সরকারের এই কাজে সহযোগিতায় রোজিনা ইসলামের মতো সাহসী সংবাদকর্মী দরকার। সরকারের কাছে আহ্বান জানাই সারাদেশে সংবাদমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত কারণে ডিজিটাল আইন সাংবাদিকদের জন্য শিথিল করা। কারণ সংবাদমাধ্যমই পারে সরকারের কাজের সহযোগী হয়ে দূর্নীতি বিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে।
এই ধরনের ঘটনায় বিদেশে সরকারের ভাবমূর্তির ক্ষতি হয় বলে সরকারকে এখনই কঠোর অবস্থানে আসতে আহ্বান জানান। এছাড়াও 'অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া এন্ড প্রেসক্লাব' সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবী জানান।
এসময় জন্মভুমি টিভির আবু রেজা আরেফীন, বাংলা কথার শফিকুল আলম, জয়যাত্রা টিভির বেলাল হোসেইন, বাংলাবার্তা পত্রিকার আসলাম মোল্লা, সময় টিভির আমিনুল ইসলাম রুবেল, আর টিভির আকাশ দে, প্রশান্তিকা পত্রিকার আরিফুর রহমান, চট্রগ্রাম প্রেস ক্লাবের সদস্য রাসেল রহমান, প্রবাস কন্ঠের ইউসুফ টুটুল, বিদেশ বাংলা টিভির রহমতুল্লাহ, সাংস্কৃতিক কর্মী পূরবী পারমিতা বোস, আব্দুল্লাহ আল মামুন, সজীব চৌধুরী,রকি তালুকদার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির