কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি দিয়েছেন বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিরা।
রাজধানী ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ'র কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন তপন রায় এবং মানিক পাল।
স্মারকলিপিতে বলা হয়েছে, প্রবাসে বসবাসকারী বাংলাদেশের নাগরিক ও বংশোদ্ভূতদের পক্ষ থেকে রাষ্ট্র ও সরকারের কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে ধর্মীয় সাম্প্রদায়িকতার মূল উপড়ে ফেলে বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করা হোক।
বিডি প্রতিদিন/ফারজানা