ওমানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক। হাফেজ ক্বারী আবদুল রহিম কর্তৃক পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে নাতে রসুল ও গজল পরিবেশন করেন মোহাম্মদ ওসমান ও মুজাহিদ বিন আলী। মঞ্চে উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ক্লাবটির কল্যাণ সম্পাদক মহসীন আলী সরকার।
পরে ক্লাবের ট্রেজারার মাওলানা আবদুল ছালাম আল কাদরী মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল ছালাম আল কাদরী। সবশেষে সবাই নৈশভোজে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিমুল হক বাবুল, সহ-সভাপতি রেজাউল করিম, কোষাধ্যক্ষ আব্দুল সালাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সরকার, প্রচার সম্পাদক নুরুল আমিনসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল