‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ওমানে বসবাসরত তরুণ ও যুব সমাজের জন্য অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
আসফিয়া নুর ও সাহেলের যৌথ সঞ্চালনায় ক্লাবটির সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। মাওলানা আব্দুস সালামের পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সাধারণ সম্পাদক এম এন আমিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন দূতাবাসের ডেপুটি মিশনের প্রধান ম্যাডাম মৌসুমী রহমান, Hoc ও কাউন্সিলর নাহিদ ইসলাম, কাউন্সিলর (শ্রম উইং) হুমায়ুন কবির, প্রথম সচিব রওশন আরা পলি, ওমান গালর্ফ এক্সেসেঞ্জের সিও ইফতেখার উল-হাসান চৌধুরী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শরিফুল আলম, ডাক্তার ফয়সাল, ওমান এক্সসেঞ্জের জিএম সোহেল রহমান, বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা কামালসহ ওমানে কমিউনিটির ব্যক্তিরা এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
পরে সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি মো. রেজাউল করিম ও আজিমুল হক বাবুলের নেতৃত্বে দূতাবাসের রাষ্ট্রদূত মিজানুর রহমানের হাতে সুলতানাতের ঐতিহ্যের প্রতীক একটি খঞ্জর তুলে দেন।
এদিকে, ওমানে বসবাসকারী অধ্যায়নরত ছাত্রছাত্রী, তরুণ ও যুব সমাজের কাছে বাংলাদেশ সম্পর্কে আগ্রহ তৈরির উদ্দেশ্যে রাষ্ট্রদূতের আহ্বানে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্টদূত মিজানুর রহমান ও সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ।
পরে ওমানস্থ বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রী ও ওমানে বসবাসরত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের এমন আয়োজনকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা। প্রবাসীদের প্রত্যাশা বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ভবিষ্যতেও এধরনের আয়োজন অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/এমআই