বাউ এলামনাই অস্ট্রেলিয়ার আহ্বানে সিডনির মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে কৃষিবিদ বদিউজ্জামান বাদশার রোগমুক্তি কামনা করে চলতি সপ্তাহে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সিডনির বাউ এলামনাই নেতা-সদস্য এবং উপস্থিত মুসুল্লিদের মধ্যে ঈমাম হাফেজ মাওলানা আব্দুল হাদি তানভীর দোয়া পরিচালনা করেন। কৃষিবিদ ড. আনিসুল আফসার, সাধারণ সম্পাদক মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ও ড. আনোয়ারুল বকসী, সভাপতি বাউ এলামনাই অস্ট্রেলিয়া, কৃষিবিদ বদিউজ্জামান বাদশার বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।
দোয়ায় কৃষিবিদ আব্দুল ওয়ারেস বাবুল, সাধারণ সম্পাদক বাউ এলামনাই অস্ট্রেলিয়া, কৃষিবিদ জাকির হোসেন, সহ-সভাপতি বাউ এলামনাই অস্ট্রেলিয়া, কৃষিবিদ ড. আসাদুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাউ এলামনাই অস্ট্রেলিয়া, কৃষিবিদ আব্দুল জলিল, কৃষিবিদ নজরুল ইসলাম, কৃষিবিদ ড. আবুল আজাদ, কৃষিবিদ আবুল সরকার, কৃষিবিদ ড. আব্দুল লাতিফ সরকার, কৃষিবিদ আশরাফ চৌধুরী, কৃষিবিদ মোশারাফ চৌধুরীসহ সিডনির বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির