যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এমন আমেরিকানরা ৬ মাসের অধিক সময় ধরে ঘ্রাণের অনুভূতি হারিয়ে ফেলেছিলেন। গতকাল শনিবার প্রকাশিত এক গবেষণার ফলে এই তথ্য জানা গেছে।
ওয়াশিংটন ইউনিভার্সিটির এই গবেষণা দলের প্রধান অটোল্যারিঙ্গোলজিস্ট ড. জ্যা পিসিরিলো গণমাধ্যমকে জানান, কয়েক মাস ধরেই আমি এবং আমার সহকর্মীরা লক্ষ্য করছি যে, ঘ্রাণ জনিত কর্মহীনতার রোগী ক্রমশ: বেড়েছে। এটা আগে কখনো ঘটেনি। গত বছরের ১৩ জানুয়ারি থেকে এ বছরের ৭ মার্চের মধ্যে করোনায় আক্রান্ত হওয়া রোগীর মধ্যেই এমন গন্ধ-অনুভূতিহীন হয়ে পড়ার প্রবণতা বেশি।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুযায়ী, এমন রোগের চিকিৎসার জন্য আগতদের ৯৫.৩ শতাংশ ১২ মাসেরও অধিক সময় আগে করোনা থেকে মুক্তি লাভ করেছেন। গবেষকরা আরও উল্লেখ করেছেন, চিকিৎসা গ্রহণকারীর ৫.৩ শতাংশ থেকে ১২ শতাংশ ‘গন্ধ-অনুভূতি’ বা খাবারের স্বাদ দ্রুত ফিরে পেয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর