সিডনিতে বাংলাদেশি কবি, লেখক ও সাংবাদিক নাইম আবদুল্লাহকে কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের সম্মাননা দিয়েছে প্রবাসী সংগঠন ভবের হাট।
শনিবার সন্ধ্যা ৭টায় সিডনির গ্রেগ পারসিভাল হল ইঙ্গেলবার্নে বাউল গানের আসর সিজন সিক্স-এ এই সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা সূচক টফি ক্রেস্ট ফুলের তোলা তুলে দেন ড. নিজামউদ্দিন আহমেদ ও ড. রতন কুন্ডু।
ভবের হাট-এর পরিচালক ও নির্দেশক ফারিয়া আহমেদে বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিক নাইম আবদুল্লাহ সিডনি কমিউনিটির সব সংবাদ অত্যন্ত যত্ন ও আগ্রহের সাথে বাংলাদেশসহ সারা বিশ্বের সংবাদ ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আমরা এই গুণী সাংবাদিকের কাছে কৃতজ্ঞ।
এছাড়াও সিরাজুস সালেকিন, ড. কাইউম পারভেজ ও সীমা ইসলামকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সিডনি প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর