১৫ মে, ২০২২ ১৯:৫৮

সিডনিতে যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী

অস্ট্রেলিয়া প্রতিনিধি

সিডনিতে যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী

সিডনিতে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ক্যাম্পবেলফিল্ড এস্টেট এবং ওয়ান মিন্টু ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। আজ ১৫ মে (রবিবার) দুপুরে স্থানীয়দের নিয়ে মিন্টুর রনমোর কমিউনিটি হলে আয়োজিত এই ঈদ পূর্ণমিলনীতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মিন্টু এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা স্বপরিবারে অংশগ্রহণ করেন। 

বাঙালিয়ানা ঈদের আমেজ ও আনন্দমূখর পরিবেশে মধ্যাহ্নভোজে ছিল নানা ধরণের মুখরোচক ঐতিহ্যবাহি ঈদের খাবার। পাশাপাশি এই ঈদ পুনর্মিলনীতে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বড়দের (পুরুষ) রশি টানাটানি, হাড়িভাঙ্গা এবং মেয়েদের বালিশ ছোড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন। রাফেল ড্র তে প্রথম পুরস্কার ছিল সিডনি ঢাকা রিটার্ন ফ্লাইট বিজনেস ক্লাস।

ঈদ পুনর্মিলনীর আয়োজনটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য আয়োজকদের পক্ষ থেকে মোহাম্মদ হাদি ও আবুল সরকার তাদের কমিটির সব সদস্যদের এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আগামী ঈদ পুনর্মিলনীর দাওয়াত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর