গ্রিসের এথেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আলোচনা সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগ গ্রিস শাখা। এথেন্সের গ্রাম বাংলা রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুমিন খানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব মাতুব্বরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেসে বক্তব্য রাখেন বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি।
আমন্ত্রিত অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজিব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রকিব মির্ধা, গ্রিস আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বর্তমান সদস্য সচিব বাচ্চু বেপারী, গ্রিস আওয়ামী লীগের সহ সভাপতি মোশারফ হোসেন লিয়াকত, আলমগীর হোসেন তালুকদার, ওরুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রহিম, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী পারভীন, গ্রিস আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রুবেল আহমেদ, সদস্য ও দোয়েল সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রহিম মোল্লা, প্রবাসী কল্যাণ সম্পাদক বকুল আহমেদ, আওয়ামী লীগ নেতা ফজলু মিয়া, রফেজ সরদার, যুবলীগ নেতা জুয়েল মাতব্বর, আসাদ মাহিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গ্রিস ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব বেপারী, ছাত্রলীগ নেতা মো. শামীম আহমেদ, মো. মাসেব আহমেদ, তোফায়েল আহমেদ রনি, কামরুল ইসলাম, মো. তারেক আহমেদ, সাগর আহমেদ।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল