পবিত্র কোরআন হতে তেলোওয়াত, দোয়া মুনাজতের পর জাতীয় সংগীত, দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির মালয়েশিয়া শাখা।
এ উপলক্ষে ৪ সেপ্টেম্বর বিএনপি মালয়েশিয়া ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও প্রচার সম্পাদক এস এম বশির আলম। আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দলের অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন ও প্রধান বক্তা দলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহসহ এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দলের সিনিয়র নেতা মোঃ শহিদুল্লাহ শহীদ, বিএনপি মালয়েশিয়া সহ- সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, এস এম জাহাঙ্গির আলম, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, সাবেক যুবদল সভাপতি নাসির উদ্দিন, বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজ মণ্ডল, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা, সহ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, বিএনপি সদস্য মোঃ টিপু সুলতান, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, যুবদল মালয়েশিয়া সভাপতি মোঃ জাহাঙ্গির আলম খান, দপ্তর সম্পাদক বাদল কারার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া সভাপতি ও কেন্দ্রীয় সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রতন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম হেলাল শিকদার, সহ- সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন হৃদয়, কুয়ালালামপুর মহানগর সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান, সেরদাং শাখা যুবদল সভাপতি মোঃ নাজমুল হাসান, যুবদল সিমুনিয়া শাখা সাধারাণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, জাসাস মালয়েশিয়া শাখা সভাপতি শেখ আসাদুজ্জামান মাসুম প্রমুখ ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সহ- সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, মালয়েশিয়া বিএনপি সহ- সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, আব্দুল্লাহ আল মামুন লিটন, কাজী সালাহ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মানিক, সহ- অর্থ বিষয়ক সম্পাদক এম এ কালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, বাবু সরকার, কাম্পং জাওয়া শাখা বিএনপি সভাপতি মোঃ আবু সাইদ বাবুল, যুবদল সহ- সভাপতি মঞ্জু খাঁ, যুব নেতা নুরে সিদ্দিকী সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান, আল ইমরান, মারুফ এলাহি, সোহেল, মাহফুজ, বাদশা, গোলাম কবির, আক্তার গাজী, কিবরিয়া, মাজু জায়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক বিপ্লব, ক্লাং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল মজুমদারসহ যুবদল, সেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন