কাতারে নারী উদ্যোক্তাদের বৃহৎ সংগঠন অনন্যার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাজধানী দোহার রেডিসন ব্লু হোটেলে নারী উদ্যাক্তাদের এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রেসিডেন্ট ইসরাত আরা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।
সামাজিক উন্নয়নের পাশাপাশি নারী সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশীয় সংস্কৃতি বজায় রেখে ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্য এবং ঘরে তৈরি খাবার প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সংগঠনটি।
কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন বলেন, দূতাবাস নারী সংগঠনকে তাদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম প্রদান করে সহায়তা করে থাকে। যেমন কাতার সরকার কর্তৃক আয়োজিত বার্ষিক এগ্রিটেক ইভেন্টের সময় দূতাবাস নারী উদ্যোক্তাদের জন্য ভেন্যুতে জায়গা প্রদান করার মাধ্যমে তারা নিজ দেশের সংস্কৃতি ও পণ্য সামগ্রী তুলে ধরেন।
রাষ্ট্রদূত আরো বলেন, নারীর ক্ষমতায়নের সব ধরনের কর্মসূচিতে দূতাবাস সব ধরনের সমর্থন দিয়ে যাবে।
অনন্যার প্রেসিডেন্ট ইসরাত আরা ইউনুস বলেন, সবার অংশগ্রহণে অনুষ্ঠান সফল করায় সত্যিই আমরা আনন্দিত ও গর্বিত।
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ চলাকালীন বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে কিভাবে আরো তুলে ধরা যায় এই সব কর্মপরিকল্পনা নিয়েও আমরা কাজ করছি। সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এতে বিশেষ অতিথি ছিলেন কাতারের সংস্কৃতি বিভাগের প্রধান মিস মারিয়াম আল আলী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান কমিউনিটির নেতৃবৃন্দ নারীর ক্ষমতায়নে সমর্থনের জন্য অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন