২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৫০

রোমের মন্তেভেরদেবাসীর শীতকালীন তুষার ভ্রমণ

ইতালি প্রতিনিধি

রোমের মন্তেভেরদেবাসীর শীতকালীন তুষার ভ্রমণ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের দেশগুলোতে আবহাওয়ায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। প্রচণ্ড শীতে ইউরোপের দেশগুলো যখন কাবু হওয়ার কথা, তখন তাপমাত্রা ছিল সহনীয়। 

জানুয়ারির শেষে শীতে কাবু পুরো ইউরোপ। তাইতো প্রবাসী বাংলাদেশিরা তুষারপাত দেখতে ঘুরে বেড়ান বিভিন্ন কেন্দ্রগুলোতে। রোমের মন্তেভেরদেতে বাস করা প্রবাসী বাংলাদেশিরা শীতকালীন আনন্দ ভ্রমনে শামিল হয়। প্রবাসী হামিদুর রহমান বুলেট, শিমুল আহমেদ ,বাচ্চু বেপারীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শীতকালীন আনন্দ ভ্রমন।
 
এবার এই প্রবাসীদের গন্তব্য ছিল রোমের পার্শ্ববর্তী শহর আবরুচ্ছোর কাম্পো ফেলোসিতে। শীতকালীন পর্যটকদের পছন্দের জায়গা।

ঘুরতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা বলেন, যান্ত্রিক জীবনের কোলাহল থেকে বেরিয়ে এসে আমরা একটু আনন্দ খুঁজে বেড়াই এখানে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর