২৩ মার্চ, ২০২৩ ১২:২১

পর্তুগালে স্বাধীনতা দিবস উদযাপন

পর্তুগাল প্রতিনিধি

পর্তুগালে স্বাধীনতা দিবস উদযাপন

পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। 

এ উপলক্ষে লিসবনের হোটেল ম্যারিয়টে পর্তুগালে বিভিন্ন দেশের কূটনীতিক এবং পর্তুগালের প্রশাসনিক কর্মকর্তাদের সম্মানে দূতাবাস এক অভ্যর্থনার আয়োজন করে। 

এ বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পবিত্র মাহে রমজান ও সাপ্তাহিক বন্ধের দিনে হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে দূতাবাস বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি ২০ মার্চ ২০২৩ তারিখে উদযাপন করেছে।

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান ও তার সহধর্মিনী এবং দূতাবাসের প্রথম সচিব মোঃ আলমগীর হোসেন সস্ত্রীক আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এছাড়াও অভ্যর্থনা হলের প্রবেশদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি স্থাপন করা হয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর