অস্ট্রেলিয়ায় ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে শাখা বিএনপি। সিডনিতে গত ৩০ এপ্রিল (রবিবার) এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৯০ সালের প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমান পর্যন্ত সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন মাওলানা ফেরদৌস আলম। বাংলাদেশের জাতীয় সংগীত, অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর পর বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্ববায়ক ও ঈদ পুনর্মিলনী কমিটির কো অর্ডিনেটর মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের পরিচালনায় বক্তব্যে রাখেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাসির উল্লাহ, বিএনপি নেতা সোহেল মাহমুদ ইকবাল, জিয়া পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ কাইয়ুম, ডা. আবদুল ওহাব, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাকির আলম লেলিন, একেএম ফজলুল হক শফিক, মোবারক হোসেন, আবুল হাসান, কামরুল হাসান আজাদ, সেলিম লকিয়ত, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ মহিলা সম্পাদক মুন্নি চৌধুরী মেধা, আব্দুল মতিন উজ্জ্বল প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে রাখেন হাবিব রহমান, জাসাসের সাবেক সভাপতি আব্দুস সামাদ শিবলু, স্বেচ্ছাসেবক দলের এএনএম মাসুম, সাবেক ছাত্রনেতা ফরিদ মিয়া, যুবদলের খাইরুল কবির পিন্টু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, খুলনা মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিতা কাদরী, রিফিউজি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ নাসির আহম্মেদ,মিয়া মোহাম্মদ রাকিবুল আলম অপু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল