ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির অভিপ্রায়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে।
নতুন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন মো. লিটন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট-বখত রুম্মান বিরতীজ, ডিরেক্টর ফখরুল ইসলাম দেলোয়ার, শেখ ফরহাদ, আহাদ আলী, ইসমাইল আহমেদ, সামি কবির, মিলি এ ভূইয়া, মাসুদ রানা তপন, মো. খলিলুর রহমান এবং রফিক খান, মো. বদরদ্দুজ্জা সাগর।
১৩ সদস্যের পরিচালনা পর্ষদের প্রধান ইউএসবিসিসিআই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. লিটন আহমেদ বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্ষণে দাঁড়িয়ে আছি, এবং আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের নতুন পরিচালনা পরিষদ ইউএসবিসিসিআইকে নতুন উচ্চতায় সমাসিন করবে।
বিডি প্রতিদিন/হিমেল