পর্তুগালের রাজধানী লিসবনে রবিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। বিএনপির উদ্যোগে লিসবনের স্থানীয় টেস্ট অফ লিসবন রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সাথে নির্বাচন দেওয়ার দাবিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহবায়ক আবু ইউসুফ তালুকদার। মূল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কাজল আহমদ, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শেখ খালেদ আহমদ মিনহাজ, সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ হাকিম মিনহাজসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল