পটিয়া থানার মনসা বাদামতল থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সকালের এ অভিযানে গ্রেফতারকৃতরা হলো- মো. রফিক (১৮) ও আনিস উল্লাহ (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) মো. জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে ইয়াবা নিয়ে একটি চক্র চট্টগ্রামে আসছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করি। এ সময় কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের সামছুল আলমের ছেলে মো. রফিক ও সৈয়দ আমিনের ছেলে আনিস উল্লাহকে ইয়াবাসহ গ্রেফতার করি। তারা স্বীকার করেন ইয়াবাগুলো চট্টগ্রামে বিক্রির জন্য এনেছিলেন। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার