সারা বছর আমরা শুনি, চাকরি সোনার হরিণ। কিন্তু ঈদের সিজন এলে শুনি, টিকিট সোনার হরিণ। কেউ কেউ হয়তো বলবেন, শোনা কথায় কান দিতে নেই। আমরাও দিতে চাইনি কান। কানগুলোকে অন্য কাজে ব্যস্ত রাখতে চেয়েছিলাম। পারিনি। কারণ, টিকিটের ব্যাপারে যারা হরেক কথা বলে যাচ্ছে, তারা কেউই মিথ্যে কথা বলার লোক না। বাড়িয়ে বা বানিয়ে বলার লোকও না। তারা ‘যাহা বলিব সত্য বলিব’ ক্যাটাগরির লোক। বুঝতেই পারছেন, যাহা বলেছে, সত্য বলেছে। এ প্রসঙ্গে প্রথমেই উল্লেখ করতে চাই আমার এক ছোটভাইয়ের কথা। যে কিনা নিয়মিত জিম করে। তার কথা হচ্ছে, শোলডার প্রশস্ত হতে হবে। শোলডার প্রশস্ত বা চওড়া না হলে নাকি জামা-কাপড় গায়ে দিলে মনে হয় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয়েছে। তো ছোটভাই গতকাল বলল, এতদিন হুদাই জিম করলাম ভাই। পুরা পরিশ্রমই জলে গেল টিকিট কাটতে গিয়ে। আমি বললাম, টিকিট করার সঙ্গে জিমের কী সম্পর্ক? তাও আবার বলছিস পরিশ্রম নাকি জলে গেল। বুঝলাম না কিছু। ছোটভাই বলল, না মানে এতদিন জিমে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে শোলডার যতটুকু চওড়া বানিয়েছিলাম, টিকিট কাটতে গিয়ে যে পরিমাণ ধাক্কাধাক্কি করতে হয়েছে, শোলডার একদম চিপে গেছে। কী লসটাই না হয়ে গেল। আমি বললাম, এত জোরে ধাক্কাধাক্কি করা উচিত হয়নি। আরেকটু আস্তে ধাক্কা দিলেও পারতি। ছোটভাই বলল, আমি আস্তে ধাক্কা দিলে যেটা হতো, এখন তো শুধু শোলডার চেপে গেছে। তখন চেপে যেত বুক। আমি অবাক হলাম, মানে? ছোটভাই বলল, মানে হচ্ছে, লোকজনের ঠেলা খেয়ে ধড়াম করে পড়ে যেতাম। তখন সবাই আমার ওপর আচ্ছামত পাড়াপাড়ি করত। আমার বুকের ছাতি ভেঙে ফাতাফাতা হয়ে যেত। বুকের ছাতি ভেঙে গেলে বুক চেপে যায় কিনা বলেন? আমি কোনো জবাব দিলাম না। বরং চোখ বন্ধ করে অনুমান করার চেষ্টা করলাম ধাক্কাধাক্কির আকার-প্রকারটা। তবে খুব বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখার সুযোগ পেলাম না আমার এক প্রতিবেশীর কারণে। তিনি কানের কাছে এসে এমন জোরে চিৎকার করে উঠলেন, মনে হলো আমার কানের পর্দা ফেটে চৌচির হয়ে গেছে। আমি বললাম, কী হয়েছে? চিৎকার করছেন কেন? প্রতিবেশী সংযত হয়ে বললেন, না, এমনি। বলতে পারেন, খুশিতে, ঠেলায়। তবে আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ কারণে। আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আগামীকাল সন্ধ্যায় আমার বাসায় আপনার দাওয়াত। আমার আত্মীয়স্বজনও থাকবে। থাকবে এলাকার গণ্যমান্যরাও। আমি বললাম, বাসায় কি বিশেষ কোনো আয়োজন? তা উপলক্ষ কী? জন্মদিন? নাকি বিবাহবার্ষিকী? প্রতিবেশী বললেন, না, এ ধরনের কোনো উপলক্ষ না। উপলক্ষ তো একটা অবশ্যই আছে। আর উপলক্ষটা হচ্ছে, টিকিট। মানে আমরা গ্রামে যাওয়ার জন্য ট্রেনের টিকিট পেয়ে গেছি। এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে? তবে আসার সময় কোনো গিফট নিয়ে আসবেন না যেন!
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোনার হরিণের চেয়েও যা দামি
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর