সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বইমেলায় একজন আদর্শ স্বামীর করণীয়

কাজী সুলতানুল আরেফিন

বইমেলায় একজন আদর্শ স্বামীর করণীয়

মেলার চারদিকে হৈচৈ। হৈচৈ না হলে কোনো মেলা জমে ওঠে না। যারা হৈচৈ পছন্দ করে, তারা মেলায় না গিয়ে থাকতে পারে না। এমনকি পকেট খালি থাকলেও ধার-দেনা করার সুযোগ কেউ হাতছাড়া করে না। মেলা উপলক্ষে টাকা ধার দেওয়ার হিতাকাক্সক্ষী এক পায়ে দাঁড়ানো থাকে। তাদের মিষ্টি মিষ্টি কথা বলে পটাতে না পারলে সেটা আপনার ব্যর্থতা। মেলায় এসে প্রথমে ঠান্ডা মাথায় দুই-চার কাপ চা পান করে শরীরটা হালকা গরম করে নিন। কথা কম কম বলেন। বই কিনেন বেশি বেশি। মেলায় সঙ্গে স্ত্রী গেলে ডাইনে-বায়ে সুন্দরীদের দিকে কম তাকান। মেলায় স্ত্রীর সঙ্গে গ্যাঞ্জাম হতেই পারে। কিন্তু বই কখনো ঝগড়া করতে বলে না। বিষয়টি সর্বদা মাথায় রাখতে হবে। যারা ভুলে যায়, বসে বসে পস্তায়। অধৈর্যে মেওয়া ফলে না। স্ত্রীকে বই কিনতে উৎসাহিত করুন। ভিড়ের মধ্যে তার হাত চেপে ধরে রাখুন। নইলে স্ত্রী ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা একশ থেকে দুইশ শতাংশ বেশি। বউয়ের ক্রয়কৃত বইগুলো নিজেই বহন করুন। নিজেকে একজন কাজের লোক হিসেবে প্রতিষ্ঠা করার এই সুযোগ হাতছাড়া করবেন না। মেলায় আসছেন ভালো কথা। বউয়ের ওপর আস্থা রাখুন। কোনো গ্যাঞ্জাম ছাড়াই যদি মেলা ঘুরে আসেন, স্ত্রী আপনাকে আদর্শ স্বামী হিসেবে মেনে নেবে। তখনই ওয়ার্ল্ড রেকর্ড বুকে নিজের নাম নিজেই লিখে নিন।

সর্বশেষ খবর