মাঝে মাঝে কথারা ফুরায়
চোখে চোখ রেখে শুধু হৃদয় জুড়ায়,
মাঝে মাঝে ফুরায় না কথা
প্রলাপে প্রলাপে বুনি নক্সী-অমরতা;
মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই;
স্তব্ধতার মাঝে আমি,
স্তব্ধতার মাঝে তুমি,
যুগলাঙ্গ ঝিনুক কুড়াই।
কুড়াতে কুড়াতে পাই সবকিছু,
কেবল পাই না সেই কুহেলী ঝিনুক;
মুখোমুখি
অনন্ত অপেক্ষারত
আমাদের স্তব্ধতার মুখ।