শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা
কবিতা

পাঁজরে নীল সন্ধ্যার গন্ধ

সোহরাব পাশা

ভোরগুলি প্রাচীন পাথর

নিস্তরঙ্গ জলের কুসুম

রঙিন ছায়ার ঘুম,

 

তীব্র তেলরং, জলরং

সূর্যাস্তের শোকার্ত নিঃশ্বাস

অসুখি পা’ গন্তব্যের জটিল গণিত

সংশয়ের কাঁটা বিঁধে যাওয়া

বুনো পথ,

 

পাঁজরে নীল সন্ধ্যার গন্ধ

হলুদ রাত্রির কণ্ঠহীন আর্তনাদ

বিনিদ্র ফেরারি চোখে

ঘূর্ণিমেঘ;

 

মানুষের ছায়াগুচ্ছ নিঃশব্দ বধির

অনন্ত ভ্রমণে ডেকে ওঠে

অন্ধ নিঃশ্বাসের নৈঃশব্দ্যের ডাকঘর;

 

মৃত্যুর লাবণ্যে ফোটে রৌদ্রভেজা জল,

ভোরবেলা

পা’য় পা’য় হেঁটে আসে গান

উৎফুল্ল রাত্রির কবিতা

সুবাসিত বসন্তের বৃষ্টি

সর্বশেষ খবর