শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বুকারজয়ী পল বেটির দ্য সেলআউট

সাহিত্য ডেস্ক

বুকারজয়ী পল বেটির দ্য সেলআউট

পল বেটি কবিতা দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করেন। বুকার পান ‘দ্য সেলআউট’ উপন্যাস লিখে। আধুনিক আমেরিকাতে নতুন করে দাস ব্যবস্থাই এই উপন্যাসের উপজীব্য।  এই বিখ্যাত উপন্যাসের আগে জর্জ অরওয়েল এবং কুর্ট ভনেগার্টের লেখার ভক্ত পল বেটির ঝুলিতে আরও তিনটি উপন্যাস রয়েছে। এগুলো হলো : ‘দ্য হোয়াইট বয় শাফল্’ (১৯৯৬), ‘টাফ’ (২০০০) এবং ‘স্লাম্বারল্যান্ড’ (২০০৮)

 

যুক্তরাষ্ট্রের প্রথম ম্যান বুকার জয়ী লেখক পল বিটি। ২০১৬ সালে ‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পান। এই উপন্যাসে বনবন নামের আফ্রিকান-আমেরিকান একজনের কথা বলা হয়েছে যিনি ক্যালিফোর্নিয়ার মানচিত্র থেকে সরকারিভাবে মুছে ফেলা একটি শহরকে তুলে আনার চেষ্টা করেন। এর জন্য বনবন সেখানে নতুন করে দাস প্রথা ও স্থানীয় হাই স্কুলে বর্ণ বৈষম্য চালু করেন। এই কাজের জন্য সুপ্রিম কোর্টে বিচারের মুখোমুখি হতে হয় বনবনকে। আধুনিক আমেরিকাতে নতুন করে দাস ব্যবস্থাই ‘দ্য সেলআউট’ বইটির উপজীব্য। এই বিখ্যাত উপন্যাসের আগে জর্জ অরওয়েল এবং কুর্ট ভনেগার্টের লেখার ভক্ত পল বেটির ঝুলিতে আরও তিনটি উপন্যাস রয়েছে। এগুলো হলো : ‘দ্য হোয়াইট বয় শাফল্’ (১৯৯৬), ‘টাফ’ (২০০০) এবং ‘সøাম্বারল্যান্ড’ (২০০৮)। পল বেটি কবিতা দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করেন। কবি হিসেবে তিনি ১৯৯০ সালে প্রথম ‘গ্র্যান্ড পয়েট্রি সø্যাম চ্যাম্পিয়ন’ শিরোপা লাভ করেন। এই শিরোপা লাভের পুরস্কার হিসেবে তিনি কবিতার বই প্রকাশ করার জন্য চুক্তিবদ্ধ হন এবং ১৯৯১ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিগ ব্যাঙ্ক টেইকস্ লিটল্ ব্যাঙ্ক’ প্রকাশিত হয়। তাঁর প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো ‘জোকার, জোকার, ডিউস্’ (১৯৯৪)। পরবর্তীতে তিনি এই কাব্যগ্রন্থের কবিতা এমটিভি এবং পিবিএস চ্যানেলের দ্য ইউনাইটেড স্টেটস্ অব পয়েট্রি অনুষ্ঠানে আবৃত্তি করেন। ১৯৯৩ সালে তিনি ‘ফাউন্ডেশন ফর কন্টেম্পোরারি আর্টস গ্র্যান্টস্ টু আর্টিস্টস্’ অ্যাওয়ার্ড পান। পল বেটির জন্ম ১৯৬২ সালে, ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরে। মাত্র তিন বছর বয়সে তার বাবা পরিবার ছেড়ে অন্যত্র চলে যান এবং আট বছর বয়স থেকে মা এবং দুই বোনের সঙ্গে পশ্চিম লস এঞ্জেলেসে বাস করেন। তিনি ১৯৮০ সালে উডল্যান্ড হিলস এলাকার এক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেন। শৈশবে তিনি তার মায়ের পাঠাগারে বই পড়া শুরু করেন।  তখন থেকেই বই পড়ার প্রতি তাঁর আগ্রহ জন্মে। স্কুলের গন্ডি পেরিয়ে পল বেটি বোস্টনে চলে যান এবং বোস্টন ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউ ইয়র্কের ব্রুকলিন কলেজ থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে মাস্টার্স অব ফাইন আটস্র্ ডিগ্রি লাভ করেন।               

সর্বশেষ খবর