শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দূরপ্রসারিত দ্যুতিময় জীবন

গোলাম কিবরিয়া পিনু

দূরপ্রসারিত দ্যুতিময় জীবন

ধোঁকা ও ঠকার ফাঁদ বেড়ে গেছে বেশি-

সেখানে প্রেমের নামে ইষ্টি,

বৃষ্টি নামালেও-

তামাকখোরের নেশায় নেশায়

পানের খিলি রাখার ঠোঙায় তুমি

একবার ঢুকলেই-

রেহাই তো নেই!

 

ধূপছায়ার ভেতর প্রবেশ করলেই-

নিজেকে তো আর দেখতে পারবে না!

ধূপে ধূপে ধূপপথে অনলের মধ্যে পড়ে যাবে!

 

ভুবনেশ্বরে যাওয়ার আগে-

আড়ম্বর আর মহাসমারোহে,

মাতামাতি ও ধুমধামে-

ধূমকেতু হয়ে পুড়ে ছাই হইও না!

পড়ে আছে অবশিষ্ট বেশিরভাগ

দূরপ্রসারিত দ্যুতিময় জীবন!

সর্বশেষ খবর