শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
কবিতা

ভেবেছিলাম

মহাদেব সাহা

ভেবেছিলাম

ভেবেছিলাম, পাখির কণ্ঠ মুখস্থ করব, নদীর কল্লোল

    তুলে আনব গলায়,

চোখে ভরে আনব দিঘির ছায়া

 

বনভূমির নির্জন শব্দ গেঁথে রাখব মনে

হলো না, পাখির কণ্ঠ ভুলে গেলাম, দিঘির ছায়া

হারিয়ে ফেললাম;

 

ভেবেছিলাম, আহরণ করব বনের মাধুর্য

ফুলের গন্ধ সংগ্রহ করে রাখব বুকের মধ্যে

তক্ষশিলার প্রত্নমুদ্রা সাজিয়ে রাখব দুহাতে

নায়াগ্রার জলশব্দ গ্রথিত করব,

তার কিছুই হলো না, বনের মাধুর্য হারিয়ে ফেললাম, প্রত্নমুদ্রা

    খুইয়ে ফেললাম;

 

ভেবেছিলাম, নক্ষত্রের নৃত্যকলা ধরে রাখব, পাহাড়ের

    স্তব্ধতা টেপ করব,

সর্ষের সৌরভ সংগ্রহ করব,

বৃষ্টি ও ঝরনাধারা আয়ত্ত করব সহস্র বছর

হলো না, কিছুই হলো না, পাঠশালার প্রথম মাঠের মতো

    সেসব হারিয়ে ফেললাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর