শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
কবিতা

পথের ঠিকানা

গোলাম কিবরিয়া পিনু

পথের ঠিকানা

সবকিছু ঘন ঘন পাল্টানো ঠিক নয়

         জোড়াতালি দিয়েও রাখতে হয়

         রিপুও করতে হয়!

 

জোড়াতালি দিয়ে রাখলে

সহনশীলতা বাড়ে,

        রিপু করে রাখলে

        মায়া বাড়ে- ছায়া বাড়ে,

এভাবেই কিছু সম্পর্ক আরও গভীর হয়!

 

আঁচড়ে আঁচড়ে ক্ষত বাড়ে-

খুঁটে নিয়ে মুখে তুলে নিয়ে

        সবকিছু হজম করা যায় না!

 

একা বারান্দার টবে কাঠগোলাপ ফোটানো যায়

একা বড় বাগানের জন্য-

কৃষ্ণচূড়া ও রাধাচূড়া ফোটানো যায় না!

গর্ত ও খোঁদলে পড়ে যাওয়ার পরও-

     উঠে মুড়ে বসা সম্ভব- যদি কেউ হাত বাড়ায়!

 

সহনশীলতা বাতিল করা যায় না- সব সময়

সমঝোতা বাতিল করা যায় না- সবসময়

বোঝাপড়া বাতিল করা যায় না- সবসময়

ধৈর্যও বাতিল করা যায় না- সবসময়!

 

গাড়োয়ান ও বিমানচালক-

      উভয়কে পথের ঠিকানা জানতে হয়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর