শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টাইম-এর চোখে সেরা বই

সাহিত্যিকদের সর্বশ্রেষ্ঠ দর্শন জমা থাকে একেকটি বইয়ে। যুগে যুগে শ্রেষ্ঠ সাহিত্যিকদের বহু সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছে। এসব সাহিত্যকর্মের ছোট কোনো তালিকা করা আদৌ সম্ভব নয়। তবে কালজয়ী সাহিত্যকর্মের তালিকায় বারবার কয়েকটা বইয়ের নাম উঠে এসেছে। পাঠকপ্রিয়তার দিক থেকেও তাদের আবেদন সময়কে জয় করেছে। বিখ্যাত টাইম ম্যাগাজিনের করা সেই তালিকা থেকে একটি বইয়ের আলোচনা এখানে।

 

হ্যামলেট [ উইলিয়াম শেকসপিয়ার ]

বই : হ্যামলেট, লেখক : উইলিয়াম শেকসপিয়ার, ভাষা : ইংরেজি, ধরন : ট্র্যাজেডি-নাটক

ট্র্যাজেডি কিং হ্যামলেটের করুণ পরিণতি নিয়ে রচিত নাটক হ্যামলেট। কালজয়ী তকমা পায় বইটি। উইলিয়াম শেকসপিয়ারের সেরা ট্র্যাজেডি নাটক হিসেবে এটি প্রশংসিত। হ্যামলেট শেকসপিয়ারের সবচেয়ে দীর্ঘতম নাটক। সারা বিশ্বেই নিয়মিত মঞ্চায়ন হয় এ ট্র্যাজেডি নাটকটি। নাটকীয়ভাবে একজন অসম্ভব ক্ষমতাবান সম্রাটের প্রতিশোধ নেওয়া এবং মৃত্যুর মাধ্যমে এর করুণ পরিণতি হয়। এ ট্র্যাজেডিতে বিশেষ মাত্রা যোগ করে শেকসপিয়ারের চরিত্রগুলোর অনবদ্য ডায়ালগ বা কথোপকথন। নাটকের প্রকাশকাল নিয়ে দ্বিধা রয়েছে। কেউ কেউ বলেছেন, এটি পঞ্চদশ শতকের শেষ দিকে নয়তো ষোড়শ শতকের একেবারে শুরুর দিকে রচিত হয়ে থাকতে পারে। ইংরেজি ভাষায় হ্যামলেটের সমকক্ষ সত্যিই কোনো নাটক নেই। আর যদি ট্র্যাজেডি নাটকের কথা ওঠে, তবে হ্যামলেটই সেরা। শেকসপিয়ার তাঁর লেখা ট্র্যাজেডি নাটকগুলোর সমাপ্তিতে বড় ধরনের প্রশ্ন রেখে যান পাঠকদের জন্য। এ প্রশ্ন তাঁর মনকে ঘিরে, তাঁর জীবনবোধ ও তাঁর কর্মকে ঘিরে। তাঁর লেখা উত্থান-পতন, চাওয়া-পাওয়া, স্বপ্ন দেখা ও ব্যর্থতার অসাধারণ এক সম্মিলন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর