শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
কবিতা

সংক্রমণ

নাসির আহমেদ

সংক্রমণ

তোমার ঠোঁটের কোণে ঝুলে আছে চুম্বনের

মতো ঘন আবেগের মেঘ

বহুদূর থেকে সংক্রমিত হয়ে যাই

সেই বৃষ্টিজলে তুমি হঠাৎ জীবন্ত উদ্ভাসিতা!

 

কতকাল পর ঝরে যাচ্ছো ঝরঝর মেঘ নীলবৃষ্টিধারা

তৃষ্ণার ভিতরে ঝরো...

পাহাড়ের উচ্চচূড়া ছুঁয়ে যেন দ্রুত নেমে আসা

জলপরী তোমার স্মৃতিমেঘ

নেমে এলে অসময়ে চৈত্রের উঠোনে!

কল্পনার অতীত তুমি বৃষ্টি-শিহরণ।

 

কেঁপে উঠলো সমস্ত শরীর, রোমকূপে

ছড়িয়ে পড়েছে তীব্র সংক্রমণ তারই!

গলে যাচ্ছে স্মৃতিমেঘ, জেগে উঠছো তুমি

কতটুকু জানো তার যদিও জানি না।

 

ব্যাখাতীত সুন্দরের আগুনে পুড়িয়ে তুমি

নেমে এলে মেঘ!

আহ্ কী আবেগ বৃষ্টি! অধরা কবিতা চিরদিন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর