নারীর যে বিভা
তা একটা মূর্ছনা,
প্রকৃতির সকল বিভাতেই আমি তথৈবচ
তথাপি নারী একটা আলাদা দাবি তোলে।
জননী সে দাবিদার
ভগ্নি সে দাবিদার
কন্যা আর জায়াও এমনি দাবিদার।
কন্যা, জায়া ও জননী
অপার সৃষ্টি
প্রকৃতির অদ্বিতীয় যোজন,
সকল অদ্বিতীয়ের প্রতি আমি কেন জানি অবনত
প্রণয়াসক্ত যেমন তার প্রণয়িণীর পবিত্র পা-য়ে।