শিরোনাম
শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

দৃষ্টিপ্রতিবন্ধীর পর্বতশৃঙ্গ জয়

শনিবারের সকাল ডেস্ক

দৃষ্টিপ্রতিবন্ধীর পর্বতশৃঙ্গ জয়

সৃষ্টিকর্তা অনেককেই দৃষ্টিশক্তি দিয়েও তা অল্প বয়সেই কেড়ে নেন। তাই বলে থেমে না সবাই। কেউ কেউ নিজের প্রতিবন্ধকতা ছাপিয়ে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। তেমনই একজন মাউন্ট এভারেস্ট জয়ী এরিক ওয়েহেনমায়ার। চেষ্টা করেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকার। বরং আমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও যা করতে ভয় পাই, এরিক ওয়েহেনমায়ার সেই কাজ নির্দ্বিধায় করে ফেলেন।

তিনি বিশ্বের সর্বপ্রথম এবং একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী যিনি মাউন্ট এভারেস্ট জয়ী। তাকে দৃষ্টিপ্রতিবন্ধী বলাটা ঠিক উচিত হবে না মনে হয়। কারণ প্রকৃত প্রতিবন্ধী তারাই, যারা যে কোনো কাজে ভয় পায়। সাহসের অভাবে মাঝেমধ্যে অনেক সহজ কাজও করতে পারে না। অনেকে বলে থাকেন স্রষ্টা যার একটি অনুভূতি কেড়ে নেন তাকে আরও হাজারো অনুভূতির সঙ্গে সখ্য তৈরি করিয়ে দেন। তিনি ছোটবেলা থেকে খেলাধুলাতেও অন্যদের চেয়ে অনেক এগিয়ে। আবার শুধু খেলাধুলা আর অ্যাডভেঞ্চার নিয়েই জীবন যায়নি এরিকের। ‘ডবল মেজর’ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি আবার সেই স্কুলের রেসলিং কোচও হয়েছিলেন। টিকিয়ে রেখেছেন পর্বতারোহণের অনুশীলনও। সত্যিই এরিক ওয়েহেনমায়ার হয়ে উঠেছেন সব মানুষের অনুপ্রেরণীয় ব্যক্তিত্ব।

সর্বশেষ খবর