কম্পিউটারাইজড ডিজিটাল এমব্রয়ডারি মেশিন দিয়ে নকশা করা হচ্ছে পাঞ্জাবি ও থ্রিপিসে। একই সঙ্গে কোট ও ব্লেজারসহ বিভিন্ন ব্যান্ডের লোগো তৈরি হচ্ছে। হাতের কাছে এমন কাজ পেয়ে খুশি নওগাঁর গার্মেন্ট কাপড়, পাঞ্জাবি ও টেইলার্স ব্যবসায়ীরা। এতে সময় ও অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে। জেলার জন্য ডিজিটাল এমব্রয়ডারি ডিজাইন সম্ভাবনাময় বলে জানান প্রতিষ্ঠানের মালিক ইবনুল হাইসাম মিশু। কম্পিউটারাইজড ডিজিটাল এমব্রয়ডারি মেশিন উৎপাদনের প্রতিটি ধাপকে আরও দ্রুত, দক্ষ এবং মানসম্পন্ন করে তোলে, যা উৎপাদনের গুণগতমান বজায় রাখতে সহায়তা করে। এতে ক্রেতাদের পছন্দের তালিকায় যোগ হচ্ছে নতুনত্ব। শহরের টিনপট্টি মহল্লার যুবক ইবনুল হাইসাম মিশু। দীর্ঘদিন ঢাকায় একটি কম্পিউটারাইজড ডিজিটাল এমব্রয়ডারি কারখানায় কাজ শেখেন। চার বছর আগে সাড়ে ৮ লাখ টাকায় একটি কম্পিউটারাইজড ডিজিটাল এমব্রয়ডারি মেশিন কিনে নিজ জেলায় চলে আসেন। এরপর জেলা শহরের দপ্তরিপাড়া মোড়ে মেশিনটি স্থাপন করেন। কারখানার নাম দেন ‘আই এইচ কম্পিউটারাইজড এমব্রয়ডারি’। এটি জেলার প্রথম ও একমাত্র ডিজিটাল এমব্রয়ডারি কারখানা বলে জানান তিনি। হাতের কাছে এমন কারখানা হওয়ায় কোনো হয়রানি আর ঝামেলা ছাড়া পছন্দের ডিজাইন পেয়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। কাজের মান ও ফিনিশিং ভালো হওয়ায় বিভিন্ন জেলার অর্ডার আসে এই কারখানায়। আর এখানে তৈরি নকশা চলে যায় বিভিন্ন জেলায়। উদ্যোক্তা ইবনুল হাইসাম মিশু বলেন, পাঞ্জাবি, থ্রি-পিসের পাশাপাশি শাড়ি, শার্টের পকেট-কলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এমব্রয়ডারি করা হয়। থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া ও শাড়িতে নকশার মজুরি নেওয়া হয় ২০০-২৫০ টাকা এবং বিভিন্ন ব্যান্ডের লোগো ১৫-২০ টাকা। শ্রমিক ও বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক সব খরচ বাদ দিয়ে ভালো লাভ থাকে।’ শহরের রুবেল টেইলার্সের স্বত্বাধিকারী রুবেল হোসেন বলেন, ‘এখন এই শহরে কম্পিউটারাইজ ডিজিটাল এমব্রয়ডারি মেশিন দিয়ে বিভিন্ন লোগো, থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া ও শাড়িতে নকশা তৈরি হচ্ছে এবং পাওয়া যাচ্ছে। এতে টেইলার্স ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়েছে। পাশাপাশি যারা নারী উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আরও সুবিধা হয়েছে। তারা সহজেই শাড়ি ও থ্রি-পিসে তাদের পছন্দমতো নকশা তৈরি করে ব্যবসায় আরও সফলতা নিয়ে আসতে পারছেন।’ এই মেশিনটি নওগাঁবাসীসহ পাশের জেলাগুলোতে উৎপাদনের ধাপকে আরও এগিয়ে নিতে সাহায্য করছে।
শিরোনাম
- বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ চেনার উপায় কী
- দুই পরিবারের মজার ঘটনা নিয়ে ধারাবাহিক ‘গিট্টু’
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান শাহীনুল
- মালয়েশিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন
- বর্ণবাদ রুখতে কঠিন শাস্তির পক্ষে রুনি
- রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
- বুড়িগঙ্গার তীর দখলমুক্তে দুই দিনের যৌথ অভিযান শুরু
- ডাকসু নির্বাচন: মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ
- ইরান থেকে বিতাড়িত হয়ে ফিরছিলেন, পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৭১ আফগানির
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চিকিৎসা শেষে দেশে ফিরে অসুস্থ ফখরুল, ভর্তি হাসপাতালে
- কক্সবাজারে র্যাবের অভিযানে দুই ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার
- টেকনাফে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী আটক
- ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষি ও জেলেদের সাথে মতবিনিময়
- রাজধানীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
- যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও রাশিয়া-ইউক্রেন হামলা অব্যাহত