দীর্ঘ আড়াই মাস দেরিতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরেছেন নাসার চার নভোচারী। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সফলভাবে অবতরণ করেন তারা। ফেরত আসা নভোচারীরা হলেন নাসার ম্যাথিউ ডমিনিক, মাইকেল ব্যারাট, জেনেট ইপস ও রাশিয়ার রোসকোমোসের আলেকজান্ডার গ্রেবেনকিন।
গত ৫ মার্চ তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন এবং আগস্টে পৃথিবীতে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটির কারণে তাদের মিশনটি পিছিয়ে যায় এবং নভোচারীদের মহাকাশে অতিরিক্ত প্রায় সাত মাস থাকতে হয়।
নাসার তথ্যমতে, ‘ক্রু-৮’ মিশনটি হারিকেন মিলটনের কারণে বারবার বিলম্বিত হওয়ার পর অবশেষে তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়। এই মিশন স্পেসএক্সের ১৩তম সফল মহাকাশ অভিযান।
পৃথিবীতে ফেরার আগে মহাকাশ স্টেশনে তারা মোট ২৩৫ দিন কাটান। এ সময় তারা স্টেম সেল, উদ্ভিদের মাইক্রোগ্র্যাভিটি এবং অতিবেগুনি রশ্মির বিকিরণের প্রভাবসহ বিভিন্ন গবেষণা সম্পন্ন করেন।
স্পেসএক্স ও নাসার পরবর্তী মিশন, ‘ক্রু-৯’ আগামী ফেব্রুয়ারিতে আরও দুটি নভোচারী, সুনি উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনবে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        