বিগমাউথ বাফেলো ফিশ। একেই বলা হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু মিঠাপানির মাছ। এই মাছে কোনোটা বাঁচে ১০০ বছরেরও বেশি।
ওজনে ২৩ কেজির বেশি হতে পারে এই মাছ। প্রতি বছর এই বিশাল মাছ রাইস নদী পেরিয়ে মিনেসোটার রাইস লেকে আসে দিত ছাড়তে।
বিগমাউথ বাফেলো দীর্ঘ আয়ুষ্কাল ও অবিশ্বাস্য সহনশীলতায় বিজ্ঞানীরা মুগ্ধ। তবে শঙ্কাও আছে। মাছটির টিকে থাকার হুমকির মুখে।
বিগমাউথ বাফেলো উত্তর আমেরিকার স্থানীয় প্রজাতি। কানাডার সাদার্ন সাসকাচেওয়ান ও ম্যানিটোবা থেকে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস পর্যন্ত এ মাছের দেখা মেলে। সাধারণ মানুষ ও মাছশিকারিরা একে 'অকাজের মাছ' হিসেবেই দেখে। অর্থাৎ তাদের চোখে এ মাছ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নয়।
তবে গত পাঁচ বছরে গবেষকরা বিগমাউথ বাফেলো নিয়ে অনেকগুলো নতুন ও বিস্ময়কর তথ্য জেনেছেন।
বিজ্ঞানীরা জানতে পেরেছেন, এই মাছ ১২৭ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। মিঠাপানির আর কোনো মাছ এতদিন বাঁচে না। আশ্চর্যের বিষয় হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিগমাউথ বাফেলো বুড়িয়ে যায় না।
বিডি প্রতিদিন/নাজমুল