এক গবেষণায় দেখা গেছে, যেসব ব্যক্তিরা বিচ্ছিন্ন পরিবারে বেড়ে উঠেছেন, তাদের স্ট্রোকের ঝুঁকি বেশি। প্লস ওয়ান সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়। এতে ১৩,০০০-এর বেশি ৬৫ বছর ও তার বেশি বয়সী মানুষের ওপর গবেষণা চালানো হয়। গবেষণার ফলাফলে জানা যায়, যেসব ব্যক্তির পিতামাতার বিবাহবিচ্ছেদ তাদের ১৮ বছর হওয়ার আগেই হয়েছিল, তাদের স্ট্রোকের ঝুঁকি ৬০ শতাংশ বেশি।
গবেষণার লেখক ইউনিভার্সিটি অব টরন্টোর এসমে ফুলার-থমসন বলেন, পিতামাতার বিচ্ছেদে বেড়ে ওঠা ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, পিতামাতার বিচ্ছেদ এবং স্ট্রোকের মধ্যে সম্পর্কের মাত্রা ডায়াবেটিস থাকার মতোই শক্তিশালী, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
স্ট্রোক ঘটে যখন মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয় বা মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে যায়। এতে মস্তিষ্কের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে পড়ে। স্ট্রোক দীর্ঘমেয়াদী অক্ষমতা বা মৃত্যুর কারণ হতে পারে।
স্ট্রোকের লক্ষণগুলো সময়মতো শনাক্ত করা জরুরি। লক্ষণগুলোর মধ্যে রয়েছে: মুখ, হাত বা পায়ে হঠাৎ অসাড়তা বা দুর্বলতা (বিশেষত শরীরের একদিকে)। হঠাৎ বিভ্রান্তি, কথা বলায় সমস্যা বা কথা বোঝার অসুবিধা। হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টি হারানো। হঠাৎ হাঁটতে সমস্যা, ভারসাম্য বা সমন্বয় হারানো। কোনো কারণ ছাড়াই তীব্র মাথাব্যথা।
BE FAST একটি কার্যকর পদ্ধতি, যা স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করতে সহায়ক:
B: ভারসাম্য হারানো।
E : এক বা উভয় চোখে দৃষ্টি সমস্যা।
F : মুখের একপাশ ঝুলে পড়া।
A : এক হাতে দুর্বলতা বা অসাড়তা।
S : কথা বলতে সমস্যা বা কথা জড়িয়ে আসা।
T: দ্রুত জরুরি চিকিৎসা সেবা নেওয়া।
তবে গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় এটি সরাসরি প্রমাণ করে না যে, পিতামাতার বিচ্ছেদ স্ট্রোকের কারণ। এটি ব্যাখ্যা করতে পারে না, কেন এমনটি হতে পারে। গবেষণার তথ্যগুলোতে স্ট্রোকের ধরন, রক্তচাপ, কোলেস্টেরল বা গর্ভনিরোধক ব্যবহারের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল না, যা ফলাফলকে প্রভাবিত করতে পারে।
তবুও গবেষণায় বলা হয়েছে, পিতামাতার বিচ্ছেদ ডিপ্রেশন, ডায়াবেটিস, ধূমপান এবং স্থূলতার মতো ঝুঁকিপূর্ণ উপাদান স্ট্রোকের সম্ভাবনা বাড়াতে পারে। এটি জীবনের প্রথম দিকের পরিবেশের মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর প্রভাব সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল