ভারতের লাদাখে অবস্থিত হ্যানলেতে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী ডরজি আংচুক একটি দৃষ্টিনন্দন টাইম-ল্যাপস ভিডিও ধারণ করেছেন, যেখানে পৃথিবীর ঘূর্ণনকে ব্যতিক্রমীভাবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটিতে রাতের আকাশে মিল্কিওয়ে স্থির থেকে গেছে, কিন্তু পৃথিবীর ঘূর্ণনকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
হ্যানলেতে অবস্থিত ভারতীয় জ্যোতির্বিজ্ঞান গবেষণাগারে ইঞ্জিনিয়ার ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করা ডরজি আংচুক জানিয়েছেন, তার লক্ষ্য ছিল একটি পূর্ণ ২৪ ঘণ্টার টাইম-ল্যাপস ভিডিও ধারণ করা। এতে দিন থেকে রাত এবং আবার দিন হওয়ার সৌন্দর্য দেখানো হয়েছে। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, একটি চলমান দিন – পৃথিবীর ঘূর্ণন ধরা। তারাগুলো স্থির থাকে, কিন্তু পৃথিবী কখনো থামে না।
বাধার পাহাড় ডিঙিয়ে সফলতা
ভিডিও ধারণের পুরো প্রক্রিয়া সহজ ছিল না। চার রাত ধরে তিনি কাজ করেছেন। এর মাঝে তাকে পোহাতে হয়েছে অনেক চ্যালেঞ্জ। প্রথমে তিনি ওরায়ন নক্ষত্রমণ্ডলকে ফ্রেমে ধরতে চেয়েছিলেন। কিন্তু তার অবস্থানের ভৌগোলিক কারণে সেটি কঠিন হয়ে পড়ে। লাদাখের তীব্র ঠাণ্ডা আবহাওয়া দ্রুত ক্যামেরার ব্যাটারি শেষ করে দিচ্ছিল এবং সরঞ্জামের উপর চাপ সৃষ্টি করছিল।
এছাড়াও, ভিডিও ধারণ করতে গিয়ে তিনি স্টোরেজ সমস্যা, ব্যাটারির বারবার বন্ধ হয়ে যাওয়া এবং টাইমার ম্যালফাংশনের মতো সমস্যার সম্মুখীন হন। তবে প্রতিটি বাধা তাকে নতুন কিছু শিখিয়েছে। তিনি তার সরঞ্জাম আরও উন্নত করতে পেরেছেন। অবশেষে একটি মোশন ট্র্যাকার এবং মোবাইল কন্ট্রোল ব্যবহার করে, তিনি পৃথিবীর ঘূর্ণনের একটি নিরবচ্ছিন্ন টাইম-ল্যাপস ধারণে সফল হন।
শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা
এই প্রকল্পটি শুরু হয়েছিল শিক্ষার্থীদের জন্য। ভিডিওটির মাধ্যমে তিনি পৃথিবীর ঘূর্ণনকে সহজে বোঝানোর একটি মাধ্যম তৈরি করতে চেয়েছিলেন। ভিডিওটি সম্পর্কে আংচুক বলেন, এই ধারণা তখনই মাথায় আসে যখন আমাকে বলা হয়, শিক্ষার্থীদের জন্য পৃথিবীর ঘূর্ণন দেখাতে একটি টাইম-ল্যাপস ভিডিও তৈরি করা যায় কি না। এটি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সে আরও আকর্ষণীয় হতে পারত। টাইম-ল্যাপসটি লুপ মোড এবং ফুলস্ক্রিনে দেখলে পৃথিবীর অদ্ভুত চলাচল উপভোগ করা যাবে।
ভিডিও সম্পাদনার সময়ও তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। ফ্রেমিংয়ে সামঞ্জস্য রাখতে তাকে অনেক যত্ন নিতে হয়েছে। তবুও, তাঁর এই অসাধারণ কাজ শিক্ষার্থীদের মধ্যে পৃথিবী এবং মহাকাশের প্রতি আগ্রহ বাড়াবে বলে তিনি মনে করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল