শিরোনাম
রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মানে ও সাশ্রয়ে যমুনা ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স

সেলিম উল্যা সেলিম, পরিচালক (মার্কেটিং), যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড

নিজস্ব প্রতিবেদক

মানে ও সাশ্রয়ে যমুনা ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স
আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি এবং দক্ষ জনবল, উন্নত কাঁচামাল ও প্রতিনিয়ত উদ্ভাবনী ও উৎকর্ষ সাধনের ফলে যমুনা দেশের ১ নম্বর ইলেকট্রনিক্স ব্র্যান্ড

ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স এখন আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। অবকাঠামোগত উন্নয়ন, দেশব্যাপী বিদ্যুৎ সংযোগ এবং মানুষের জীবনযাপনে পরিবর্তনের ফলে প্রতিনিয়ত গৃহস্থালির কাজে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স। গত এক দশকে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স শিল্প খাতে বিপুল অগ্রগতি হয়েছে। একসময় যেটি ছিল নিতান্তই শখের জিনিস, বর্তমানে সেটিই প্রয়োজনীয় উপকরণ। একসময়ের শতভাগ আমদানিনির্ভর এ শিল্পের বেশির ভাগ প্রোডাক্টই বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। কনজিউমার ইলেকট্রনিক্স জগতে যমুনার পথচলার শুরু ২০১৪ সালে। যদিও দেশি বাজারে রেফ্রিজারেটর ও হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায় আমাদের কোম্পানিগুলো দুই দশকের বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করছে। কিন্তু ভালো মানের পণ্যের সবরাহের ঘাটতি থেকেই আমাদের গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মনে করেছিলেন, ক্রয়ক্ষমতার মধ্যে জনগণের দুয়ারে সেরা পণ্যটি পৌঁছে দিতে হবে। সে লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লি. ২০১৪ সালে বৃহৎ পরিসরে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন শুরু করে। আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, উন্নত কাঁচামাল ও প্রতিনিয়ত উদ্ভাবনী ও উৎকর্ষ সাধনের ফলে যমুনা আজ দেশের ১ নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড। জীবনের সব প্রয়োজন আয়োজনে পাশে থাকতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস দেশের ১ নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাত করছে। আমাদের উৎপাদিত হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, আয়রন, গ্যাসস্টোভসহ অন্যান্য স্মল অ্যাপ্লায়েন্স। ক্রমবর্ধমান চাহিদা আর ক্রেতা সন্তুষ্টির দিকে নজর রেখে যমুনা ইলেকট্রনিক্স নিত্যনতুন প্রযুক্তি, উন্নত কাঁচামাল ও একদল নিবেদিতপ্রাণ দক্ষ জনবল দ্বারা নিজস্ব কারখানায় এসব হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছে। বাংলাদেশে একমাত্র যমুনা রেফ্রিজারেটরই তার উৎপাদন প্রক্রিয়ার কোথাও সিলিকন জেল ব্যবহার করে না। আমাদের ফ্রিজগুলোতে আর ৬০০ এ গ্যাস ব্যবহৃত হয়, যা পরিবেশবান্ধব ও মানবদেহের ক্ষতি করে না। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে খাবারের মান ঠিক থাকে সঙ্গে বিদ্যুৎ খরচ ৭০% কম। বর্তমানে বৈশ্বিক অর্থনীতির টালমাটাল এ অবস্থায়ও যমুনা সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের পণ্যটি ক্রেতাদের নাগালের মধ্যে পৌঁছে দিচ্ছে। এসি ব্যবহারের ক্ষেত্রে অধিক বিদ্যুৎ সাশ্রয় এবং সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যমুনা এসিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এর ব্যবহারে ঘরের ভিতর থাকা ক্ষুদ্রতম ধূলিকণা পরিশোধন করতে পারে যা বাতাসের বিশুদ্ধতা নিশ্চিত করে। একই সঙ্গে যমুনা এসির ভিটামিন সি ফিলটারের কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। যার ফলে আপনার ত্বক থাকে সতেজ ও সুরক্ষিত। এ সময়ে কাপড় ধোয়ার অনুষঙ্গ হিসেবে যমুনা ওয়াশিং মেশিনের ব্যাপক চাহিদা বেড়ে যায়। মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে যমুনা বিভিন্ন আকার, রং, ধরন ও ধারণ ক্ষমতার ওয়াশিং মেশিন উৎপাদন ও বিপণন করে।

সর্বশেষ খবর