বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতায় এস রহমান প্রোপার্টিজের উদ্যোগে ৬ বিঘা জমির ওপর দেশের সর্ববৃহৎ বেসরকারি হাসপাতাল ‘বসুন্ধরা মেডিকেল সিটি’ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে ‘বাজার প্রতিদিন’ ও সেন্ট্রাল মসজিদের সন্নিকটে লেক দিয়ে ঘেরা প্রাকৃতিক পরিবেশে আধুনিক সুবিধাসংবলিত বিশাল আয়তনের এ মেডিকেল কমপ্লেক্সের অবস্থান। মেডিকেল ইকুইপমেন্টস, ওষুধের পাইকারি মার্কেটসহ আধুনিক সুবিধাসংবলিত স্বাস্থ্যসেবার সকল ইউনিট এখানে থাকবে। বিশাল পরিসরের ডায়াগনস্টিক সেন্টারে ১৪০ জন ডাক্তার সেবা দেবেন এমন ডক্টরস চেম্বার থাকবে। বিশেষায়িত বিভিন্ন ইউনিট, ক্লিনিক; সর্বোপরি জরুরি চিকিৎসাসহ সব ধরনের সুবিধাসংবলিত আধুনিক স্মার্ট হাসপাতাল হবে এটি। এ মেডিকেল সিটির বিশেষ বৈশিষ্ট্য এক জায়গায় স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা থাকবে। অর্থাৎ একজন রোগী এ কম্পাউন্ডে প্রবেশ করলে বিশেষ ক্ষেত্র ছাড়া তাঁর স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা এ কম্পাউন্ডে সম্পন্ন হবে। ডায়াগনস্টিক টেস্টসহ সব স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানের করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।