আদ্-দ্বীন হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আবু সাঈদ মোল্ল্যা জানান, আকারে ছোট হওয়ায় ঢাকার অলিগলিতে চলে যেতে পারে আমাদের অ্যাম্বুলেন্স। একই সঙ্গে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেও পারে। অ্যাম্বুলেন্সে অক্সিজেন এবং প্রয়োজনীয় জরুরি সরঞ্জাম রয়েছে। ফলে রোগী অ্যাম্বুলেন্সে উঠলে অনেকটা নিরাপদ। সারা দেশে আদ্-দ্বীনের ১১৫টি অ্যাম্বুলেন্স আছে। ঢাকার মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭০টি অ্যাম্বুলেন্স রয়েছে
সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। অযৌক্তিক সিজারিয়ান অপারেশন এড়ানোর বিষয়ে উৎসাহিত করছে এ হাসপাতাল। গত এক বছরে প্রায় ১৫ হাজার প্রসূতির স্বাভাবিক সন্তান প্রসব হয়েছে এ হাসপাতালে। এমনকি প্রথমবার সিজার থাকলেও পরবর্তীতে প্রসূতির স্বাভাবিক সন্তান প্রসব হয়েছে।
দেশের অধিকাংশ মানুষের ধারণা ছিল প্রথমবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী সন্তান প্রসবের সময় সিজারিয়ান করা দরকার। কিন্তু সেই ধারণা পাল্টাতে কাজ করছে আদ্-দ্বীন হাসপাতাল।
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সিজারিয়ান ডেলিভারির পরও ৭০-৭৫ ভাগ মা পরবর্তী প্রেগন্যান্সিতে নরমাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন। প্রথমবার সিজারিয়ান হওয়ার পরও দ্বিতীয়বার নরমাল ডেলিভারি হওয়া সম্ভব। তবে এটি মূলত ডাক্তার এবং নার্সদের আন্তরিক প্রচেষ্টা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সম্ভব। এজন্য অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে আদ্-দ্বীন হাসপাতাল সিজারিয়ান প্রেগন্যান্সি রোগীকে নরমাল ডেলিভারি করে থাকেন। এতে প্রসূতি মা ও শিশু দুজনই সুস্থ থাকেন।
মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের গর্ভবতী সেবা কেন্দ্রে প্রতিদিন অ্যান্টিনেটাল কেয়ার নিতে আসেন ৩৫০ থেকে ৪ শতাধিক গর্ভবতী মা। তাঁদের সঙ্গে আমাদের নিয়মিত টেলিকমিউনিকেশন রাখা এবং এসএমএস পাঠানো হয়। চেকআপ ডেটের আগে, ডেলিভারির আগে যোগাযোগ করা হয়। কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁদের হাসপাতালে ডেলিভারির বিষয়ে উৎসাহিত করা হয়। আদ্-দ্বীনে ওয়ান টু ওয়ান, অর্থাৎ একজন মায়ের জন্য একজন মিডওয়াইফ নিবেদিত থাকেন। এ হাসপাতালে দিনে ৫০-৬০টি স্বাভাবিক ডেলিভারি হয়। আদ্-দ্বীন একটি রেফারেল হাসপাতাল। বিভিন্ন জায়গা থেকে রেফার করা রোগীরা এ হাসপাতালে আসেন স্বাভাবিক ডেলিভারির জন্য।
আমেনা আক্তার নামে একজন রোগী বলেন, ‘আমার প্রথম সন্তান সিজারের মাধ্যমে হয়েছে। এজন্য আমার পরিবারের সবাই সিজারিয়ান করতে বলেছে। তবে আদ্-দ্বীন হাসপাতালের ডাক্তার ও নার্সেরা আমাকে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করেছেন এবং সাহস জুগিয়েছেন। তাঁদের পরামর্শে আমি নরমাল ডেলিভারিতে সম্মতি দিই। নরমাল ডেলিভারি করাতে পেরে আমি খুশি।’
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল শুরু থেকেই নরমাল ডেলিভারির মাধ্যমে গর্ভবতী মায়েদের আস্থা অর্জন করেছে। আমরা মূলত চেষ্টা করি নিরাপদ সন্তান প্রসব করানোর। নরমাল ডেলিভারির ব্যাপারে আমাদের ডাক্তার, নার্স ও অন্য স্টাফরা খুবই আন্তরিক।’
তিনি আরও বলেন, ‘আগের সিজারিয়ান ডেলিভারি থাকলেও আমরা রোগীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করি। তবে মা ও শিশু যাতে সুস্থ থাকে আমরা সেদিকে লক্ষ রেখেই সিজারিয়ান রোগীকেও নরমাল ডেলিভারি করে থাকি।’
রাজধানী ঢাকায় ৩৮০ টাকায় আদ্-দ্বীনের অ্যাম্বুলেন্স সেবা : বর্তমানে ঢাকা শহরে মাত্র ৩৮০ টাকায় চালু রয়েছে এ অ্যাম্বুলেন্স সেবা। ফোন দিলেই দ্রুতগতিতে এসে রোগী নিয়ে ছুটবে হাসপাতালে। প্রশিক্ষিত চালকই রোগীকে নিয়ে যাবেন সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে। প্রসূতি মাসহ জরুরি রোগীদের জন্য এ অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। সহজে হাতের কাছে সেবা পেতে তাই চাহিদার কথা বিবেচনা করে অ্যাম্বুলেন্সের সংখ্যাও বৃদ্ধি করেছে আদ্-দ্বীন।
হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আবু সাঈদ মোল্ল্যা বলেন, ‘আকারে ছোট হওয়ায় ঢাকার অলিগলিতে চলে যেতে পারে আমাদের অ্যাম্বুলেন্স। একই সঙ্গে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেও পারে। অ্যাম্বুলেন্সে অক্সিজেন এবং প্রয়োজনীয় জরুরি সরঞ্জাম রয়েছে। ফলে রোগী অ্যাম্বুলেন্সে উঠলে অনেকটা নিরাপদ। সারা দেশে আদ্-দ্বীনের ১১৫টি অ্যাম্বুলেন্স আছে। ঢাকার মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭০টি অ্যাম্বুলেন্স রয়েছে। অ্যাম্বুলেন্স সেন্টারে ফোন করলে জিপিএস সিস্টেমে নিকটস্থ স্থান থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।’
তিনি বলেন, ‘ঢাকা শহরের যে কোনো স্থান থেকে ফোন দিলে জিপিএস সিস্টেমে নিকটস্থ কোনো অ্যাম্বুলেন্স থাকলে দ্রুত রোগীর কাছে চলে যায়। ঢাকা শহরের বিভিন্ন স্পটে আমাদের অ্যাম্বুলেন্স থাকে। রোগীরা যেন কম খরচে অ্যাম্বুলেন্স সেবা ব্যবহার করতে পারেন সেজন্য অল্প ব্যয়ে এ সেবাকার্যক্রম চলমান রয়েছে। ২৪ ঘণ্টা সেবা দেওয়ার উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন স্পটে আদ্-দ্বীনের অ্যাম্বুলেন্স রাখা হয়। অ্যাম্বুলেন্স সেবা পেতে ০১৭১৩-৪৮৮৪১১ ও ০১৭১৩-৪৮৮৪১২ নম্বরে কল করলে ছুটে আসে আদ্-দ্বীনের অ্যাম্বুলেন্স।’