রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রানের পাহাড়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

রানের পাহাড়ে বরিশাল

শাহরিয়ার নাফিস ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে অপেক্ষায় ডাবল সেঞ্চুরির

চট্টগ্রাম ও কক্সবাজারে প্রচণ্ড বৃষ্টির কারণে ভেস্তে গেছে জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনের খেলা। কোনো বলই মাঠে গড়ায়নি। তবে খুলনা ও বগুড়ায় খেলা পুরো সময়। কিন্তু দুই ম্যাচে ছিল দুই চিত্র। খুলনায় রানবন্যা আর বগুড়ায় রান খরা। প্রথম দিন বগুড়ায় পতন ঘটে ১২ উইকেটের। প্রথমে ব্যাট করে মাত্র ১৭৬ রানে আউট হয়েছে সিলেট বিভাগ। পরে ব্যাট করতে নেমে মাত্র ৪২ রান করেই দুই উইকেট হারিয়েছে রাজশাহী। আর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে শাহরিয়ার নাফীস ও ফজলে মাহমুদের জোড়া সেঞ্চুরিতে এক উইকেট হারিয়ে ৩২৩ রান করেছে বরিশাল বিভাগ। 

শাহরিয়ার নাফীস অপরাজিত রয়েছেন ১৫৮ রানে। ফজলে মাহমুদ ব্যাট করছেন ১২৮ রানে। বরিশাল বিভাগের প্রথম উইকেটের পতন ঘটেছিল ৫৩ রানে। তারপর দুই ব্যাটসম্যান মিলে দলকে পৌঁছে দিয়েছেন চূড়ায়। শাহরিয়ার নাফীস ২৫৮ বলে করেছেন ১৫৮ রান। ২০টি বাউন্ডারির সঙ্গে রয়েছে একটি বিশাল ছক্কার মার। সেঞ্চুরি করতে ২০টি বাউন্ডারি হাঁকিয়েছেন ফজলে মাহমুদও। দুই ব্যাটসম্যানই আজ আবার নতুন করে শুরু করবেন। শাহরিয়ার নাফীসের সামনে এখন ডাবল সেঞ্চুরির হাতছানি। এজন্য তাকে আজ করতে হবে আরও ৪২ রান। তবে বগুড়ার যে তক্তা মার্কা উইকেট, ক্রিজে ধৈর্য ধরে থাকলেই সম্ভব। প্রথম দিন শাহরিয়ার ও ফজলের প্রত্যয়ী ব্যাটিংয়ে বরিশাল বড় স্কোর গড়ায় এখন বরিশালের টায়ার-১ এ উঠাটা সময়ের ব্যাপার মাত্র। খুলনায় রাজশাহীর বিরুদ্ধে ব্যাটিংয়ে ধস নেমেছিল সিলেটের। কাল প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানেই সাত উইকেট হারিয়েছিল সিলেট। লোয়ার অর্ডারে নাসুম আহমেদ দাপুটে ইনিংসটা না খেললে আরও বাজে অবস্থায় পড়তে হতো সিলেটকে। নাসুম ৭৮ বলে করেছেন ৫৯ রান। রাজশাহীর বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম ও মঈনুল ইসলাম। ফরহাদ হোসেন নিয়েছেন দুই উইকেট। পরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রাজশাহীও। দিন শেষে তাদের স্কোর ২ উইকেটে ৪২ রান। টায়ার-১ এর দুই ম্যাচে কোনো বল মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর ও খুলনা বিভাগের মধ্যকার প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়। মাঠে গড়ায়নি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর