Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২৯ জুন, ২০১৬ ২৩:৩২

গাঙ্গুলির ওপর ক্ষেপেছেন শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক

গাঙ্গুলির ওপর ক্ষেপেছেন শাস্ত্রী
রবি শাস্ত্রী

ইচ্ছা থাকলেও ভারতীয় কোচের পদে চাকরির জন্য আবেদন করতে চাননি রবি শাস্ত্রী। যদি প্রত্যাখ্যান হন। কিন্তু ১৮ মাস ভারতীয় দলের টিম ডিরেক্টর থাকার পর স্থায়ী কোচের পদটির ওপর এক রকম অধিকারই জন্মেছিল শাস্ত্রীর মনে। তা ছাড়া সবুজ সংকেতও পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাখ্যানই হয়েছেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। ভারতের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। কোচ নির্বাচন প্যানেলে সৌরভ গাঙ্গুলি ছাড়াও ছিলেন শচিন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও জাগদালে। তবে ভিডিও কনফারেন্সে রবি শাস্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার পর সেখানে উপস্থিত ছিলেন না গাঙ্গুলি। শাস্ত্রীর বিশ্বাস এ কারণেই হয়তো তার চাকরিটা হয়নি। তাই ‘দাদা’র ওপর ভীষণ ক্ষোভ শাস্ত্রীর। হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘ক্রিকেটে অনেক সময় এমন কিছু ঘটে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে আমি খুবই হতাশ। সৌরভের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো কিছু নেই। তবে আমি হতাশ এ কারণে যে, সে সাক্ষাৎকারপ্রার্থী হয়েও দায়িত্বে অবহেলা করেছে। নিজের কাজকে অসম্মান করেছে।’ গাঙ্গুলিকে উপদেশ দিয়ে শাস্ত্রী বলেন, ‘পরে কখনো যদি এমন গুরুত্বপূর্ণ সভা হয় উপস্থিত থেক।’


আপনার মন্তব্য