রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ভাসের সঙ্গে ওয়ালস অ্যামব্রোসও

ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ করেই ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন শ্রীলঙ্কার বাঁহাতি লিজেন্ড ফাস্ট বোলার চামিন্দা ভাস ঢাকায়। পরে খোঁজ নিয়ে জানা গেল, ভাস আসেননি। হঠাৎ করে ভাসকে নিয়ে কেন এই গুঞ্জন। বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ভাস নিয়োগ পাচ্ছেন। তাকে নিয়োগ দেওয়া হচ্ছে সরে দাঁড়ানো বোলিং কোচ হিথ স্ট্রিকের জায়গায়। কিন্তু বিসিবির একজন প্রভাবশালী পরিচালক ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কোচের সংক্ষিপ্ত তালিকায় শুধু ভাস নন, নাম রয়েছে আরও চারজনের। বোলিং কোচ নিয়োগ দিতে আরও দুই সপ্তাহ লাগতে পারে।

মে মাসে হঠাৎ করে মাশরাফিদের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জিম্বাবুয়ান বংশোদ্ভূত স্ট্রিক। তার সরে দাঁড়ানোর পর নতুন বোলিং কোচের সন্ধানে নেমে পড়ে বিসিবি। ক্রিকেট বোর্ড যোগাযোগ করতে থাকে নামি-দামি কোচের সঙ্গে। অবশ্য হেড কোচ চন্ডিকা হাতুরসিংহের সঙ্গে আলাপ করে কোচের সন্ধানে নেমেছে বিসিবি। এই তালিকায় সবার ওপরের নাম ভাসের। ভারতের সাবেক ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদের নামও রয়েছে। অবশ্য প্রসাদ বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী নয় জানিয়েছিলেন ভারতীয় মিডিয়াকে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি পরিচালক বলেন, ‘ইচ্ছা করেই প্রসাদ এমনটা বলেছিলেন। কেননা তার ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে এতে।’ ভাস ও প্রসাদ ছাড়া তালিকার বাকি তিন কোচ ক্রিকেটার হিসেবে অনেক উঁচুমানের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুই লিজেন্ডারি পেসার কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালসের নাম রয়েছে সংক্ষিপ্ত তালিকায়। দুজনেই ক্যারিবীয় দলের সঙ্গে কাজ করেছেন। আরেকজন হচ্ছেন, নিউজিলান্ডের ফাস্ট বোলার শেন বন্ড। তিনিও কাজ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে। এদের মধ্যে থেকেই আগামী দুই সপ্তাহের মধ্যে বোলিং কোচের নিয়োগ দিবে বিসিবি। অবশ্য পাকিস্তানের আকিব জাভেদের নাম শোনা যাচ্ছিল বেশ জোরেশোরে। কিন্তু পাকিস্তানি পেসার তার জন্মভূমিতে কাজ করতে চাচ্ছেন বলে না আসার সম্ভাবনা বেশি। যাই হউক, নতুন বোলিং কোচকে ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্তই নিয়োগ দিবে বিসিবি।

সর্বশেষ খবর