Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:১৭

জিমি-চয়নরা এখন জার্মানিতে

ক্রীড়া প্রতিবেদক

জিমি-চয়নরা এখন জার্মানিতে

 

নভেম্বরে হংকংয়ে বসছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে জাতীয় হকি দল একমাস কন্ডিশনিং ক্যাম্প করবে ‘সুপার পাওয়ার’ জার্মানিতে। এই প্রথম বাংলাদেশ হকি ফেডারেশন জার্মানিতে ক্যাম্প করাচ্ছে। ক্যাম্প করার উদ্দেশ্যে এরই মধ্যে জার্মানিতে অবস্থান করছেন রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়নসহ ৯ খেলোয়াড়। ৭ সেপ্টেম্বর জার্মানি গেছেন জিমি, চয়ন, কৃষ্ণ কুমার, ইমরান পিন্টু, শিতুল, সারওয়ার, তাপস, ইমন ও কৌশিক। জার্মানিতে ক্যাম্প করার জন্য হকি নির্বাচক কমিটি ২২ সদস্যের প্রাথমিক দলের তালিকা করেছে। এই ৯ খেলোয়াড় ছাড়া বাকি ১৩ জনের সবাই অনূর্ধ্ব-১৮ দলের সদস্য। এরা সবাই ঢাকায় অবস্থান করছেন। ২৪ সেপ্টেম্বর ঢাকায় শুরু হবে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্ট শেষ করে ওরা উড়ে যাবেন জার্মানি। পুরো দল একত্রিত হওয়ার পর জার্মানিতে শুরু হবে ক্যাম্প। ক্যাম্প শুরুর আগে জিমি, চয়ন, কৃষ্ণারা জার্মানির বিভিন্ন লিগে খেলবেন। জাতীয় দল জার্মানিতে ক্যাম্প করার পাশাপাশি ৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিভিন্ন দলের বিপক্ষে।


আপনার মন্তব্য