বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রিয়ালের মাঠে অতিথি নেপোলি

ক্রীড়া ডেস্ক

রিয়ালের মাঠে অতিথি নেপোলি

সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে আজ ভক্তদের বাড়াবাড়ি একটু বেশিই থাকবে! নিরাপত্তার কড়াকড়িও থাকবে এ কারণে। দিয়েগো ম্যারাডোনা আসছেন নেপোলিকে সমর্থন দিতে। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ম্যারাডোনার সাবেক ক্লাব নেপোলি। জিদানের শিষ্যদের মুখোমুখি হওয়ার জন্য বাড়তি প্রেরণাই পাবে দুরন্ত ফর্মে থাকা নেপোলি। আজ মাঠে নামছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখও। গেরেথ বেলে প্রায় তিন মাস ধরে মাঠের বাইরে। ইনজুরি থেকে ফিরে অনুশীলন শুরু করলেও এ ওয়েলসিয়ান তারকাকে এখনই মাঠে নামাতে চান না কোচ জিদান। নেপোলির বিপক্ষে তাই পূর্ণ শক্তির দল পাচ্ছেন না তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো ফিটনেস টেস্ট পাস করলেও গত ম্যাচের সামান্য আঘাত তাকে পূর্ণ ছন্দে ফিরতে দিচ্ছে না। সবমিলিয়ে নেপোলির বিপক্ষে রিয়াল মাদ্রিদ কিছুটা নড়বড়েই থাকবে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ শিরোপাধারীরা কোয়ার্টার ফাইনাল খেলাই কেবল নয়, আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার কথাই ভাবছে। রিয়াল মাদ্রিদের দুরন্তপনার খবর ভালোই জানা আছে নেপোলির। দলের কোচ মরিজিও যেমন বললেন, ‘আমরা জানি তারা অনেক শক্তিশালী এবং বর্তমান চ্যাম্পিয়ন দল। তাদেরকে থামানোই আমাদের জন্য কঠিন হয়ে যাবে।’ অবশ্য রিয়াল মাদ্রিদকে শক্তিশালী বললেও কোয়ার্টার ফাইনালে খেলার আশাবাদ দিতে নারাজ নেপোলি। এদিকে আজ বায়ার্ন মিউনিখের মাঠে আর্সেনালের কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে। আর্সেন ওয়েঙ্গার অবশ্য শিষ্যদের প্রস্তুত করেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে গত ম্যাচে তার দল দারুণ জয় পেয়েছে।

সর্বশেষ খবর