৮ মার্চ দেশের জনপ্রিয় ক্লাব শেখ জামাল ধানমন্ডির নতুন কমিটি গঠন হয়। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ক্লাবটির সভাপতি হয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবকে এগিয়ে নেওয়ার। তার প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলেই। গতকাল দুই দিনব্যাপী দলবদলের শুরুর দিনেই শেখ জামাল শক্তিশালী দল গড়েছে। দায়িত্ব নেওয়ার অল্প দিনেই নতুন সভাপতি প্রমাণ দিলেন শেখ জামালকে তিনি নতুনভাবে সাজাতে চান। প্রথম দিনই ঘর গুছিয়ে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলবদল করেছেন টি-২০ ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ঘরোয়া ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুল। মাশরাফি নাম লিখিয়েছেন লিজেন্ড অব রূপগঞ্জে। আশরাফুল কলাবাগানে। অন্যদিকে আবদুর রাজ্জাক রাজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। দলটিতে এবার অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি। আবদুর রাজ্জাক ছাড়াও ইলিয়াস সানি, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন রাজীব, তানভীর হায়দার, নুরুল হাসান সোহান, রাজিন সালেহ নাম লিখিয়েছেন শেখ জামালে। দলটি নিয়ে আশাবাদী এক সময়কার দেশের সেরা বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাক রাজ। তিনি বলেন, ‘আমাদের দলটা অভিজ্ঞ। আমরা মাঠেই প্রমাণ করব। আগে পারিশ্রমিক নিয়ে টেনশনে থাকতাম। এখন বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় দুশ্চিন্তামুক্ত হয়ে খেলতে পারব।’ শেখ জামালে যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসও। বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায়। প্রথম দিনে দল গুছিয়ে নিয়েছে প্রাইম ব্যাংকও। দলটিতে রয়েছেন পুলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন ও সৌম্য সরকার। এ ছাড়া দলটি নিয়েছে রুবেল হোসেন, মেহেদি মারুফ, আল-আমিন, আল-আমিন জুনিয়র, আসিফ আহমেদ রাতুল, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, তাইবুর রহমান পারভেজ, জাকির হাসান, নাহিদুল ইসলাম ও শাহনাজ আহমেদকে। চ্যাম্পিয়ন আবাহনী ও মোহামেডানও শক্তিশালী দল গড়ছে।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
ঘর গোছাল শেখ জামাল
ক্রিকেটে দলবদল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর