বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফ্লাডলাইটে হকির যাত্রা

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন নয়, সত্যিই এবার হকিতেও ফ্লাডলাইট জ্বলে উঠল। ফুটবল ও ক্রিকেটে আরও আগে থেকেই রাতে খেলা হচ্ছে। বড় খেলা হকিতে ফ্লাডলাইট জরুরি হয়ে থাকলেও তা গুরুত্ব দিচ্ছিল না জাতীয় ক্রীড়া পরিষদ। শেষ পর্যন্ত এশিয়া কাপেই দেখা মিলল বহু প্রতীক্ষিত সেই ফ্লাডলাইটের। এশিয়ান হকি ফেডারেশন শর্ত জুড়ে দিয়েছিল ফ্লাডলাইট ছাড়া এশিয়া কাপ আয়োজন করা যাবে না। এ জন্য সরকারের সহযোগিতা চেয়েছিল হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক আবদুস সাদেক বা অন্য কর্মকর্তাদের কম দৌড়াদৌড়ি করতে হয়নি। তাদেরই প্রচেষ্টায় মাত্র আড়াই মাসে ফ্লাডলাইট লাগানো সম্পন্ন হয়। বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে দেশে হকিতে প্রথমবারের মতো ফ্লাডলাইটের যাত্রা হলো। দেখা মিলেছে ইলেকট্রনিক স্কোর বোর্ডেরও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর