লা লিগার ম্যাচ হতে এখনো দিনকয়েক বাকি। তবে কোপা দেল রে কাপের ম্যাচ দিয়েই নতুন বছর শুরু করছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই স্প্যানিশ জায়ান্ট আজ প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছে। বার্সেলোনা খেলবে সেল্টা ভিগোর বিপক্ষে। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে নূম্যান্সিয়ার বিপক্ষে। দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য গত রাতেই মাঠে নেমেছে। তাদের প্রতিপক্ষ ছিল লেইডা।
চলতি মৌসুমের অর্ধেক পথ পাড়ি দিয়ে লিওনেল মেসির বার্সেলোনা অনেক দিক দিয়েই এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদের তুলনায়। স্প্যানিশ লা লিগায় ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করেছে বার্সেলোনা। ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছেন মেসিদের বার্সেলোনা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ভ্যালেন্সিয়া। জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ অবস্থান করছে চার নম্বরে (১৬ ম্যাচে ৩১ পয়েন্ট)! লা লিগায় শিরোপার লড়াই থেকে অনেকটা পিছিয়ে গেলেও রিয়াল মাদ্রিদ এখনো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর কোপা দেল রে কাপে বেশ ভালোভাবেই টিকে আছে। রিয়াল মাদ্রিদের মতোই পিছিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। লিওনেল মেসি চলতি মৌসুমে লা লিগায় ১৫ গোল করে সবার ওপরে অবস্থান করছেন। সেল্টা ভিগোর স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগো অ্যাসপাস ১১ গোল নিয়ে আছেন দুই নম্বরে। ক্রিস্টিয়ানো রোনালদো চলতি মৌসুমে লা লিগায় মাত্র ৪ গোল করেছেন। অবশ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবার ওপরে তিনিই। মাত্র ৬ ম্যাচেই ৯ গোল করেছেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে মেসি করেছেন মাত্র ৩ গোল। দেখা যাক, নতুন বছর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জন্য কী অপেক্ষা করছে। মেসি আর রোনালদোইবা কী পেতে যাচ্ছেন!