বছরের প্রথম দিনেই সাব্বির রহমানকে ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। ফলে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারছেন না সাব্বির। সাব্বিরের অনুপস্থিতিতেই ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট। গতকাল বিসিবির সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর তারিখ ঘোষণা করেন। এবারের লিগে কোনো দলবদল থাকছে না। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে ক্রিকেটারদের দলভুক্ত করবে ক্লাবগুলো। বিসিবির এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের পারিশ্রমিকও নিয়ন্ত্রণ করা হয়েছে। সর্বোচ্চ পারিশ্রমিক ধার্য করা হয়েছে ৪০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৩ লাখ টাকা। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ চলতি মাসের ২০ তারিখ।
কাজী ইনাম বিসিবির বর্তমান বোর্ডে দায়িত্ব পেয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের(সিডিএম)। দায়িত্ব নিয়েই তিনি মিডিয়াকে জানিয়েছেন, লিগকে সর্বোচ্চভাবে আকর্ষণীয় করতে চেষ্টা করবেন। গতকাল মিরপুরে মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘প্রিমিয়ার ক্রিকেটকে আকর্ষণীয় করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। যেহেতু শতাধিক ক্রিকেটারের রুটি-রুজির অন্যতম ক্ষেত্র, তাই ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি মাথায় রাখব। ক্রিকেটাররা যাতে নিজেদের মেধা ও মান অনুযায়ী পারিশ্রমিক পান, সে চেষ্টা করব এবং সেটা করব ক্লাবগুলোর সঙ্গে বসে।’ দলগুলো তাদের ইচ্ছামতো ক্রিকেটার নিতে পারবে না। কিংবা ক্রিকেটাররাও তাদের ইচ্ছামতো ক্লাবে যোগ দিতে পারবে না। পারবে না দাম হাঁকাতে। ক্লাবগুলোর সঙ্গে বসেই ঠিক করা হয়েছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতি। ২০ জানুয়ারি প্লেয়ার্স বাই চয়েজে ‘এ’ প্লাস ও ‘এ’ ক্যাটাগরীর ১২ ক্রিকেটারকে উন্মুক্ত রাখা হবে। তার থাকবেন পছন্দের তালিকার বাইরে। এছাড়াও আগের বছরে খেলা ক্লাবগুলো পছন্দের ৫ জন করে ক্রিকেটার রেখে দিতে পারবে। বিশেষ ক্যাটাগরির ১২ ক্রিকেটারকে ক্লাবগুলো পছন্দ করে নিবে একজন করে।