প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলাধুলার প্রতি আগ্রহ যে কারোর চেয়ে বেশি। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী বহুবার সংবর্ধনা দিয়েছেন ক্রিকেটারদের। আজ বেলা সাড়ে ৩টায় গণভবনে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে সংবর্ধনা দিচ্ছেন তিনি। সংবর্ধনার পাশাপাশি চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেবেন এক লাখ টাকা। প্রধানমন্ত্রীর দাওয়াত পেয়ে উচ্ছ্বসিত মহিলা দলের কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ‘আগামীকাল (আজ) বেলা সাড়ে ৩টায় আমাদের ডেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বিষয়টি আমাদের জন্য খুবই আনন্দের।’ চার দলের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।